এপ্লাস্টিক এনিমিয়া কী ?

আজ আমি হেমাটোলজি বিষয়ের একটা গুরুত্বপূর্ণ রোগ এপ্লাস্টিক এনিমিয়া সম্বন্ধে আপনাদেরকে ধারনা দিব।

এপ্লাস্টিক এনিমিয়া একটি ননম্যালিগমেন্ট হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ এটা হেমাটোলজির কোন ক্যান্সার সম্পর্কিত রোগ নয়। কিন্তু এটা একটি মারাত্মক রোগ যা ক্যান্সারের তুলনায় কোন অংশেই ভালো নয়। এবং সঠিক চিকিৎসা না করলে মৃত্যু অবধারিত।

এই রোগে আমাদের শরীরে রক্ত তৈরির যে ফ্যাক্টরি আছে, অর্থাৎ অস্থিমজ্জা এখানে সমস্যা তৈরি হয়, অস্থিমজ্জা, তখন আর রক্তের কণিকাগুলো যেমন লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা তৈরি করতে পারে না।

আপনারা জানেন এই রক্তকণিকা গুলো আমাদের শরীরে নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।

লোহিত কণিকা আমাদের শরীরে ফুসফুস থেকে অক্সিজেন বহন করে বিভিন্ন টিস্যুতে তা সরবরাহ করে। অক্সিজেন হচ্ছে প্রতিটি টিস্যু বা কোষের জন্য প্রাণ স্বরূপ। এর অভাবে শরীররের কোষ মারা যায়।

শ্বেতকণিকা আমাদের শরীরকে বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষা করে। অর্থাৎ আমাদের শরীরকে জীবানু নামক শত্রু থেকে রক্ষা করে।

আর অনুচক্রিকা আমাদের শরীরের রক্তক্ষরণ থেকে আমাদেরকে রক্ষা করে।

সুতরাং অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলে আমাদের শরীরের তিন ধরনের প্রভাব তৈরি হয়:

১। শরীর ফেকাসে হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরে কোন শক্তি থাকে না।

২। শরীরের কোন রোগ প্রতিরোধক শক্তি না থাকায় শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি হয়, ফলস্বরূপ জ্বর, কাশি, গলা ব্যথা, মুখে ঘা ইত্যাদি দেখা দিতে পারে।

৩। অনুচক্রিকা যেহেতু রক্তক্ষরণ বন্ধ করে এর অভাবে শরীরে রক্তক্ষরণে প্রবণতা তৈরি হয় ফলস্বরূপ শরীরে লাল লাল ফুসকুড়ি ওঠা, দাঁতের গোড়া দিয়ে রক্ত ঝরা, ছোটখাটো কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া, মাসিকের সময় অতিরিক্ত মাসিক হওয়া এবং মাসিক বন্ধ না হওয়া ইত্যাদি।

সুতরাং শরীরে এই ধরনের সমস্যাগুলো যদি আসে বা তৈরি হয় তাহলে আপনারা এই রোগটা নিয়ে চিন্তা করতে পারেন এবং দ্রুত হেমাটোলজিস্ট এর পরামর্শ নিতে পারেন। আগেই বলেছি এই রোগটা ক্যান্সার না হলেও ক্যান্সারের মতন মারাত্মক এবং সঠিক চিকিৎসা না হলে মৃত্যু অবধারিত।

বাংলাদেশে এই রোগ সম্পূর্ণ ভালো হওয়ার সমস্ত ব্যবস্থা / সুবিধা বিদ্যমান রয়েছে। কিন্তু ব্যাপারটা আপনার উপর নির্ভর করছে আপনি কত দ্রুত হেমাটোলজিস্টের পরামর্শ নিতে পারছেন। কারণ যত দ্রুত সঠিক চিকিৎসকের শরণাপন্ন হবেন ততো রোগ ভালো হওয়ার প্রবণতা তৈরি হবে এবং যত দেরি করবেন তত রোগ ভালো হওয়ার প্রবণতা কমে যাবে এবং খরচ বাড়তে থাকবে।

Click to Chat
  • Call us: +8801775559993
  • Scroll to Top