বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথমেই আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অপটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আলহামদুলিল্লাহ। আমি গোলাম রাব্বি মিয়া, আমি গত ২০২২ সালে অক্টোবর মাসে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হই। তারপর আমি নিজে অনেক ভয় পেয়ে যাই, আশেপাশে যাদের কাছেই শুনি এই রোগটার কথা সবাই বলে যে এ রুমের কোন চিকিৎসা হয় না। মানুষ কোনদিন ভালো হয় না, এই রোগের চিকিৎসা করলেও ভালো হয় না,। সাথে আমার পরিবারের সবাই মানসিকভাবে মর্মাহত হয়ে পড়ে। আমাদের এক রিলেটিভ এর কাছ থেকে জানতে পারলাম যে ঢাকা সিরাজ খালাদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হসপিটালে বসে ব্রিগেডিয়ার জেনারেল হক মাহফুজ স্যার। তারপর আমার বড় ভাই আমাকে নিয়ে স্যারের চেম্বারে যান। তারপর স্যার আমাকে দেখে চিকিৎসা শুরু করেন। প্রথমে ছাড়া আমাকে দেখে এত সুন্দর ভাবে আমাকে কাউন্সিলিং করলেন। স্যারের কথা শুনে আমি সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ হয়ে পড়ি। তারপর স্যার চিকিৎসা শুরু করেন। প্রথম দিন কেমু দেয়ার পরে থেকেই আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়ে যাই। পরবর্তীতে আস্তে আস্তে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি। স্যার অনেক ভালো একটা মানুষ অনেক আন্তরিকতার সাথে চিকিৎসা দিয়ে থাকেন। স্যারের সহযোগিতার কারণে আমরা অনেক কম টাকার মধ্যে দীর্ঘ ছয় মাসের চিকিৎসাটা সম্পন্ন করতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে স্যার এর কথাবার্তা এতটাই মনোমুগ্ধকর যার কোন তুলনাই হয় না। অনেক ডাক্তারি দেখেছি একটার বেশি দুইটা প্রশ্ন করলে খুব বিরক্ত বোধ করে, কিন্তু হক মাহফুজ স্যার কোনদিন ও কোন বিষয় জানতে চাইলে বিরক্তি বোধ করেন নাই। স্যার সব সময় আমার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে। স্যারের চিকিৎসা আল্লাহর রহমতে আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি স্বাভাবিক জীবন যাপন করতেছি।