আমি প্রফেসর ব্রিগে: জেনা: হক মাহফুজ, রক্ত রোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ।
সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা থেকে বিভাগীয় প্রধান অবস্থায় অবসরকালীন ছুটিতে গিয়েছি।
আজ আমি আমার রোগী এবং আমার রোগীর আত্মীয় সজনদের জন্য হেমাটোলজি বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলব।
আমাদের শরীরে অনেক ধরনের অর্গান রয়েছে।
যেমন ধরুন হার্ট, হার্টের কোন সমস্যা হলে আমরা সাধারণত হার্টের ডাক্তার বা কার্ডিয়লজিস্টের কাছে যাই,
আমাদের যদি শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আমরা ফুসফুসের ডাক্তারের কাছে যাই,
যদি পেটের কোন সমস্যা হয় তাহলে আমরা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট এর কাছে যাই,
ঠিক এরকম রক্ত সংক্রান্ত কোন সমস্যা যেমন রক্তশূন্যতা, রক্তের ক্ষরণের সমস্যা, শরীরের রক্ত জমাট বেঁধে যাওয়া, হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, পলি সাইথেমিয়া ,বিভিন্ন ধরনের রক্তের ক্যান্সার যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা ইত্যাদি বিভিন্ন রক্ত সংক্রান্ত রোগের জন্য হেমাটো লজিস্ট এর কাছে কনসাল্ট করা জরুরী কারণ উনারাই এই বিষয়ে বছরের পর বছর পড়াশোনা করে বিশেষজ্ঞ হয়েছেন।
এখন কথা থাকতে পারে যে আমরা কিভাবে বুঝব যে এটা হেমাটোলজির সমস্যা বা হেমাটোলজি রোগের উপসর্গ।
আমি নিচে কিছু উপসর্গ বা লক্ষণের কথা বলছি যেগুলো হেমাটোলজি রোগের সাথে সম্পর্কিত।
১| শরীর ফেকাশে হয়ে যাওয়া
২| প্রচন্ড দুর্বলতা ফিল করা
৩| খাবার রে প্রচন্ড অরুচি
৪| শরীরে জ্বর আসা এবং
৫| সহজে জ্বর ভালো না হওয়া
৬| শরীরের লাল লাল ফুসকুড়ি ওঠা
৭| ঘারে, বগলে এবং কুঁচকিতে গোটা গোটা গোটা ওঠা
৮| মুখে ঘা হওয়া
৯| শরীরে ব্যথা হওয়া
১০| কোমরে বা মাযায় ভালো ব্যথা হওয়া
১১| শরীরের ওজন খুব দ্রুত কমে যাওয়া
ইত্যাদি ইত্যাদি।