আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ হতে ১৪ বছর আগে ২০১০ সালে আমার ওয়াইফ ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়। অনেক জায়গায় অনেক ডাক্তার দেখিয়েছি কোথাও কোনো ভালো রেজাল্ট পাইনি। আমি এবং আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সর্বশেষ আমি সি এম এইচ হসপিটালে গিয়ে ডাক্তার মোঃ কর্নেল হক মাহফুজ স্যারের সন্ধান পাই।তারপর থেকে দীর্ঘ ১৪ বছর ধরে আমার ওয়াইফ কে ডাক্তার মোঃ হক মাহফুজ স্যারের আন্ডারে চিকিৎসা চালিয়ে যাচ্ছি । আল্লাহর রহমতে আমার ওয়াইফ এখন ৯৯.৯৯% ভালো আছে ডাক্তার মোঃ হক মাহফুজ স্যারের চিকিৎসায়। আমার জীবনে যত ডাক্তার পেয়েছি তার মধ্যে ডাঃ হক মাহফুজ স্যার বেস্ট। আমাদের মত মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ডাক্তার হক মাহফুজ স্যারের কোন বিকল্প নেই।কারণ সে আমাদেরকে সর্বদিক দিয়ে সাহায্য ও সহযোগিতা করে থাকেন। স্যারের আচার ব্যবহার চিকিৎসার কোন তুলনা হয় না।তার আচার ব্যবহার চিকিৎসা সম্বন্ধে বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে তবুও তার কথা শেষ করা যাবে না।আমি আল্লাহর কাছে প্রার্থনা করি হক মাহফুজ স্যার যেন হাজার বছর বেচে থাকে। কারণ হায়াতের মালিক আল্লাহ আর উসিলা হলেন ডাঃ হক মাহফুজ স্যার। সর্বশেষ ডাঃ হক মাহফুজ স্যারের দীর্ঘায়ু কামনা করে লেখা শেষ করছি। আল্লাহ হাফেজ।